ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে অর্ধশত মুসল্লি হত্যা মামলার আসামি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রেন্টন ট্যারেন্টকে আগামী ২৪ আগস্ট মৃত্যুদণ্ড দেয়া হবে।
বিদেশি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়ে ফাঁসি কার্যকরের জন্য ২৪ আগস্ট তারিখ ধার্য করেছেন।
ফাঁসি কার্যকরের তারিখ বিলম্বের কারণ হিসেবে ম্যান্ডের জানিয়েছেন, মসজিদে শাহাদাত বরণকারীদের পরিবার-পরিজন এ মুহূূর্তে নিউজিল্যাণ্ডে উপস্থিত নেই। করোনা পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে তারা আসতে পারছেন না।
প্রসিকিউটর আরো জানান, যদি নিহতদের পরিবার করোনা মহামারির কারণে ২৪ আগস্ট পর্যন্ত নিউজিল্যাণ্ডে হাজির হতে না পারেন তাহলে অপরাধীর ফাঁসি কার্যকরের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় ব্রেনটন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে হত্যাযজ্ঞ চালান। ব্রেনটন হামলার দৃশ্য সরাসরি নিজের ফেসবুকে সম্প্রচারও করেন। হামলায় ৫১ জন নিহত হন। আহত ৪০ জন।
গত বছরের নৃশংস ওই বন্দুক হামলায় অন্তত তিনজন বাংলাদেশিও নিহত হয়েছিলেন।
ব্রেনটনের চালানো নৃশংস হামলায় নিউজিল্যান্ডসহ পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। হামলার জেরে নিউজিল্যান্ড সব ধরনের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করাসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়।
পৃষ্ঠপোষক : মোঃ মেহেদি হাসান বিপ্লব
সম্পাদক : মোঃ কামাল উদ্দিন
সহ -সম্পাদক : হাসান মেহেদী
কাজী ইয়াসিন মাহমুদ, আরিফুল ইসলাম
ফারুক মুহাম্মদ, ফয়সাল মাহমুদ
প্রকাশক কাজী যুবাইর মাহমুদ কর্তৃক
১১/১, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত।
ইমেইল : mail.halda24@gmail.com
ফোন : ০১৮১৮ ৬৭০৬০৭, ০১৮৩০৩৩৮১০৫
Design and developed by syltech