ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০
হালদা ডেস্ক:
ফটিকছড়ি উপজেলার ১ নং বাগান বাজার ইউনিয়নের ১৯ জুন শুক্রবার ভোর সাড়ে ৩ টার সময় পশ্চিম চিকনছড়া কলোনি পাড়ার সাহাব উদ্দিনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে সাহাব উদ্দিনের বশতঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বাগান বাজার ইউপির চেয়ারম্যান রুস্তম আলী এবং আ,লীগ নেতা শাহাদাৎ হোসেন সাজুর মধ্যে একের পর এক সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। সম্প্রতি বাগানবাজার ইউনিয়ন পরিষদে হামলা মামলায় আসামী হয়ে এলাকা ছাড়া সাহাব উদ্দিন। এ ব্যাপারে দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন, অগ্নিকান্ডের খবর শুনে আমি থানা থেকে লোক পাঠিয়েছি।কে বা কারা ঘটনা ঘটিয়েছে কেউ জানেনা। এক সপ্তাহ পযর্ন্ত ঘরটিতে কেউ থাকে না। সাহাব উদ্দিনের বাড়ীর সদস্যরা রামগড় বেড়াতে যায় বলে শুনেছি।
পৃষ্ঠপোষক : মোঃ মেহেদি হাসান বিপ্লব
সম্পাদক : মোঃ কামাল উদ্দিন
সহ -সম্পাদক : হাসান মেহেদী
কাজী ইয়াসিন মাহমুদ, আরিফুল ইসলাম
ফারুক মুহাম্মদ, ফয়সাল মাহমুদ
প্রকাশক কাজী যুবাইর মাহমুদ কর্তৃক
১১/১, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত।
ইমেইল : mail.halda24@gmail.com
ফোন : ০১৮১৮ ৬৭০৬০৭, ০১৮৩০৩৩৮১০৫
Design and developed by syltech