ঢাকা ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ ইং | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির সংসার ভাঙল। দু’জনের নানা বিষয়ে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। অপূর্বের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানা না গেলেও স্ত্রী নাজিয়া তাদের বিচ্ছেদের কথা নিশ্চিত করেছেন।
রোববার বিকেলে সংসার ভাঙার খবর নিশ্চিত করে নাজিয়া হাসান অদিতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘‘আমাকে ভাবী ডাকা বন্ধ করুন সবাই!’’ রিলেশনশিপ স্ট্যাটাসেও তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেন।
মোবাইল ফোনে অদিতি জানান, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে, এটা সত্য।’ তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলতে রাজি হননি তিনি। অদিতি বলেন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার, জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’
অপূর্ব-অদিতির আয়াশ নামে পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে জানতে চাইলে অদিতি বলেন, ‘আর কিছু জানাতে চাইছি না।’
এবিষয়ে অপূর্বর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, অদিতির সঙ্গে অপূর্বর ছিল দ্বিতীয় বিয়ে। অভিনেত্রী প্রভার সঙ্গে বিচ্ছেদের পর অদিতির সঙ্গে বিয়ে হয় অপূর্বর।
পৃষ্ঠপোষক : মোঃ মেহেদি হাসান বিপ্লব
সম্পাদক : মোঃ কামাল উদ্দিন
সহ -সম্পাদক : হাসান মেহেদী
কাজী ইয়াসিন মাহমুদ, আরিফুল ইসলাম
ফারুক মুহাম্মদ, ফয়সাল মাহমুদ
প্রকাশক কাজী যুবাইর মাহমুদ কর্তৃক
১১/১, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত।
ইমেইল : mail.halda24@gmail.com
ফোন : ০১৮১৮ ৬৭০৬০৭, ০১৮৩০৩৩৮১০৫
Design and developed by syltech